দিনাজপুরের বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে মো. ফয়জাল নামে এক কৃষকের হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামে ঘটনা ঘটে। ফয়জাল (৫৩) ওই গ্রামের মো. সদর আলীর ছেলে। বীরগঞ্জ থানার ওসি মজিবুর রহমান জানান, পুলিশ অপরাধীকে গ্রেপ্তারে তৎপরতা অব্যাহত রেখেছে।
স্থানীয় ইউপি সদস্য মো. অবদুল হামিদ জানান, মাটিয়াকুড়া গ্রামের মো. মোজাম্মেলের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে প্রতিবেশী মো. এরফান হকের ছেলে মো. একরামুল হকের। জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। বিরোধপূর্ণ জমি মোজাম্মেল বিক্রয়ের জন্য একই এলাকার ফয়জালের সঙ্গে চুক্তিবদ্ধ হন। বিষয়টি নিয়ে গতকাল ফয়জালের সঙ্গে একরামুল হকের সংঘর্ষ বাধে। এ সময় দেশি ধারালো অস্ত্রের আঘাতে মো. ফয়জালের হাত বিছিন্ন হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।