সিরাজগঞ্জে হেদেজা বেগম (৬০) নামে এক বৃদ্ধাকে বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে ১ লাখ ৩০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। গতকাল সকাল ৯টার দিকে সদর উপজেলার ক্রসবার-৩ এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। হেদেজা বেগম সদর উপজেলার চন্ডালবয়ড়া গ্রামের হাজী সোরহাব আলী মন্ডলের স্ত্রী। নিহতের স্বামী সোরহাব আলী জানান, যমুনার ভাঙনে বসতভিটা বিলীন হওয়ায় কিছুদিন আগে চায়নাবাঁধ এলাকায় আশ্রয় নিয়েছি। দুধ বিক্রি করে জীবিকা নির্বাহ করি। প্রতিদিনের ন্যায় সকালে গাভির দুধ বিক্রি করতে শহরে যাই। আমার স্ত্রী বাড়িতে একাই ছিল। শহর থেকে বাড়িতে ফিরে দেখি আমার ছেলের বউ বাড়িতে কান্না করছে। আমার স্ত্রীকে কে বা কারা গলা কেটে হত্যা করে ফেলে রেখেছে। তিনি আরও জানান, ঘরে ট্র্যাংকে রাখা গরু বিক্রি করা ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ওই টাকার জন্যই তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, প্রাথমিক সুরতহাল শেষে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডে জড়িতদের গ্রেপ্তার ও হত্যারহস্য উদঘাটন করা হবে।