পাবনায় পৃথক ঘটনায় দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বেড়ার কাগেশ্বরী নদীতে নিখোঁজের একদিন পর সোহান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে রাজশাহী ডুবুরি দল ও ফায়ার সার্ভিসের কর্মীরা। অপরদিকে আতাইকুলা থানার তৈলকুপি গ্রামের একটি পুকুর থেকে রবিউল ইসলাম (৪৫) নামে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিউল পাবনা সদর উপজেলার গাছপাড়া মহল্লার রাহেন ইসলামের ছেলে। সোহান বেড়া উপজেলার চাকলা পূর্বপাড়া গ্রামের আলহাজ মোল্লার ছেলে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল হালিম পরিবারের বরাত দিয়ে জানান, সোমবার বাড়ির পাশে একটি বাঁশের সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে নিখোঁজ হন সোহান। পর দিন সকালে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা অভিযান চালিয়ে তার লাশটি উদ্ধার করে।
অপরদিকে আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে গতকাল সকালে তৈলকুপি গ্রামের সড়কের পাশে একটি পুকুর থেকে রবিউলের লাশ উদ্ধার করে পুলিশ। ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাইয়ের পর তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে যায় দুর্বৃত্তরা।