ঝিনাইদহের চাঞ্চল্যকর বরুণ কুমার হত্যা মামলার প্রধান আসামি তন্ময় ঘোষ এখনো গ্রেপ্তার হয়নি। হত্যাকাণ্ডের নয় মাসের মূল আসামি গ্রেপ্তার না হওয়ায় ন্যায়বিচার পাওয়া নিয়ে শঙ্কায় নিহতের পরিবার।
নিহতের স্ত্রী টুম্পা রানী জানান, স্বামী খুনের পর সদর থানায় মামলা করি। ওই মামলায় কয়েকজন গ্রেপ্তার হলেও প্রধান আসামি ধরাছোঁয়ার বাইরে। তাকেসহ সব অভিযুক্তকে গ্রেপ্তার ও ন্যায়বিচারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। সদর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, বরুণ হত্যা মামলার চার্জশিট আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশ পেলেই তন্ময়কে গ্রেপ্তার করা হবে। জানা যায়, গত ৯ জানুয়ারি সন্ধ্যায় শহরের হামদহ ঘোষপাড়া থেকে ইজিবাইকে বাইপাস মোড় যাচ্ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদ নেতা বরুণ ঘোষ। পথে ১০-১২ জন তাকে এলোপাতাড়ি কুপেিয় এক হাত ও দুই পা বিচ্ছিন্ন করে। স্থানীয়রা সদর হাসপাতালে নিলে চিকিৎসক বরুণকে মৃত ঘোষণা করেন।