২১ সেপ্টেম্বর, ২০১৮ ০৯:৫৩

পুলিশি বাধায় চরমোনাই পীরের ওয়াজ মাহফিল পণ্ডের অভিযোগ

নিজের দ্বন্দ্বে ওয়াজ বন্ধ হয়েছে, দাবি পুলিশের

মাদারীপুর প্রতিনিধি

পুলিশি বাধায় চরমোনাই পীরের ওয়াজ মাহফিল পণ্ডের অভিযোগ

মাদারীপুরের শিবচর উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের বাবুর মাঠে আয়োজিত ওয়াজ মাহফিল পুলিশ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশ ওয়াজ বন্ধের বিষয়টি অস্বীকার করেছে। এদিকে ওয়াজ বন্ধ করায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় শিবচরের সন্নাসীরচর ইউনিয়নের বাবুর মাঠ এলাকায় স্থানীয়দের উদ্যোগে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওয়াজ মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখতে এসেছিলেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আমির ও চরমোইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। কিন্তু ওয়াজ শুরু হওয়ার আগেই শিবচর থানা পুলিশের বাধায় ওয়াজ পণ্ড হয়ে যায়। পরে ওয়াজে বক্তব্য না রেখে চলে যেতে বাধ্য হন চরমোইর পীর মুফতি সৈয়দ রেজাউল করিম। 

তবে ওয়াজ মাহফিলের অন্যতম আয়োজক বিএম হেমায়েত হোসেন সবুজ বলেন, জেলা প্রশাসকের অনুমতি আনতে বলেছিল, আমরা অনুমতিও এনেছি। থানায় দরখাস্ত করেছি, এসপি অফিসে অবগত করেছি, তারপরও মাহফিল হতে দেয়নি স্থানীয় প্রশাসন। এটা দুঃখজনক। 

এ ব্যাপারে শিবচর থানার ওসি জাকির হোসেন বলেন, পুলিশ ওয়াজ বন্ধ করেনি। নিজেদের দ্বন্দ্বের কারণে হয়তো ওয়াজ বন্ধ হতে পারে।

বিডি-প্রতিদিন/২১ সেপ্টেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর