কুতুবদিয়ায় রাতে মাছ শিকারে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরেছেন আব্দুল খালেক (৫৫)। উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল খালেক ওই ইউনিয়নের আকবর বলী ঘাট এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য ও নিহতের ছোট ভাই মো. ইলিয়াস।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের উত্তর চর ধূরুং এ খালে মাছ ধরতে যান আব্দুল খালেক ও মো. হুমায়ুন। কোমর পানিতে নেমে জাল বসানোর সময়ে স্রোতে তলিয়ে যায় আব্দুল খালেক। তখন সঙ্গে থাকা মো. হুমায়ুন দ্রুত এলাকায় এসে আব্দুল খালেকের পরিবারকে খবর দেয় এবং মহল্লার মানুষজন নিয়ে ঘটনাস্থলে যায়। কিছুক্ষণ পর সেখানে নিহত আব্দুল খালেকের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে বাড়ীতে নিয়ে আসেন।
কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কবির জানান, আব্দুল খালেকের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম