চাঁদপুরে দেয়াল লিখন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তারা শৃঙ্খলা ফেরাতে কাজ করছে। একই সাথে শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে দেয়াল লিখনের কাজ করতেও দেখা গেছে। শিক্ষার্থীদের এ কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জেলার সর্বস্তরের মানুষ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে শহরে যানবাহন চলাচলে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ করতে দেখা গেছে। আমরা আশা করছি সকল ছাত্র এবং সচেতন নাগরিক আমাদের কাজের সাথে আগামীতে যুক্ত হবে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, সাধারণ মানুষের যানবাহন চলাচলে সড়কে শৃঙ্খলা ফেরাতে কাজ করছি এবং দেয়ালে সচেতনতামূলক বিভিন্ন স্লোগান সম্বলিত ছবি ও লেখা লিখছি। আমরা দেশের এমন পরিস্থিতির শুরু থেকেই দিনব্যাপী শিক্ষার্থী, প্রশাসন ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করে এই কার্যক্রম শুরু করেছি। ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি বাজার মনিটরিং, পরিচ্ছন্নতা অভিযানসহ সামাজিক কার্যক্রমেও অংশ নিয়েছি। দেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএ