নেত্রকোনাকে বাসযোগ্য করার দাবিতে তিন দফা দাবি নিয়ে মানববন্ধন পালন করেছে শহরবাসী। শহরের মোক্তারপাড়া মগড়া ব্রিজের পাশে বৈষম্যবিরোধী প্রজন্ম চত্বরে বুধবার দুপুরে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
পরিবেশ নিয়ে সোচ্চার শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটির আয়োজনে বেলাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। মানববন্ধনে আন্দোলনকারীরা মগড়া নদী দূষণমুক্ত, হাসপাতালে সকল যন্ত্রপাতি সচল করে মানস্মমত সেবা প্রদান ও নেত্রকোনা থেকে ময়মনসিংহ চালু হয়ে বন্ধ থাকা বিআরটিসি বাস পুনরায় চালুর দাবি জানান।
সংক্ষিপ্ত সমাবেশে সংগঠনের সভাপতি অধ্যাপক নাজমুল কবির সরকারের সভাপতিত্বে সম্পাদক আলপনা বেগমের পরিচালনায় বক্তব্য রাখেন বারসিকের সমন্বয়কারী গবেষক মো. অহিদুর রহমান, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, বেলার নেটওয়ার্ক সদস্য মোস্তাকিন বিল্লাহ, বৃক্ষপ্রেমী আব্দুল হামিদ, ব্যবসায়ী জহিরুল কবীর শাহিন, সেভ দা এনিমেল অব সুসংয়ের সভাপতি রিফাত আহমেদ রাসেল, যুব ফোরামের মীর্জা হৃদয় সাগর, বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বিডি প্রতিদিন/এমআই