বাগেরহাটের মোরেলগঞ্জে ভারতবিরোধী বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেল ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উদ্দেশ্যমূলকভাবে ভারতের ত্রিপুরা রাজ্জের ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ার অভিযোগে ছাত্ররা বিক্ষোভ করেন।
মিছিল শেষে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত পথসভায় বক্তৃতা করেন মোঃ নাজমুল হাসান তাজিম, সায়মন জিয়ন, মেহেদী হাসান রুবেল, মোঃ মহিদুল খান, মোঃ সালমান রাফি, সানি রহমান, মুবিনুল হাসান অনি ও মেহেরাব আলম অপি।
বক্তারা দেশের ১২টি জেলায় বন্যা, ১৩ জনের প্রাণহানিসহ মানবিক বিপর্যয় জন্য ভারতের আকস্মিক পানি ছেড়ে দেওয়াকে দায়ী করেন।
বিডি প্রতিদিন/এএ