ফরিদপুরে তীব্র তাপদাহের কারণে অতিষ্ঠ পথচারী ও রিকশা, ইজিবাইক চালকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করেছে তরুণ স্বেচ্ছাসেবী খাইরুল ইসলাম রোমান। দুপুরে শহরের গুরুত্বপূর্ণ এলাকা ডিসি অফিস চত্ত্বর, আদালত চত্ত্বর, প্রেস ক্লাব, আলিপুর মোড়, ভাঙ্গা রাস্তার মোড়ে থাকা সাধারণ মানুষ, রিকশা চালক, ইজিবাইক চালক ও যাত্রীদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়। পানি ও স্যালাইন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিলয় চৌধুরী রেজা, রাজিব পারভেজ, মনির খান, ইকবাল হোসেন ইমন, সাইফুল ইসলাম সাইদ প্রমুখ। খাইরুল ইসলাম রোমান জানান, বেশ কয়েকদিন ধরে তীব্র তাপদাহের কারণে মানুষজন বিপর্যস্ত অবস্থায় রয়েছে। খেটে খাওয়া সাধারণ মানুষকে কিছুটা স্বস্তি দিতে তাদের মাঝে নিজ উদ্যোগে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ