দেশের শীর্ষ মিডিয়া হাউজ ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার ঘটনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেসক্লাবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন।
ঝালকাঠির গণমাধ্যমকর্মীবৃন্দ এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি কে এম সবুজ এর সভাপতিত্বে ও বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর এর জেলা প্রতিনিধি এসএম রেজাউল করিমের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, দৈনিক শতকণ্ঠ পত্রিকার সম্পাদক ও আঞ্চলিক সংবাদপত্র পরিষদের মহাসচিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত, দৈনিক অজানাবার্তা পত্রিকার সম্পাদক এসএমএ রহমান কাজল, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, প্রেসক্লাবের সহসভাপতি আল আমিন তালুকদার, সহ সাধারণ সম্পাদক আসম মাহামুদুর রহমান পারভেজ, দৈনিক গাউছিয়া পত্রিকার প্রকাশক অলোক সাহা, জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপন৷ সাধারণ সম্পাদক রিয়াজুর ইসলাম বাচ্চু, আরটিভি প্রতিনিধি জহিরুল ইসলাম জলিল, বিটিভি প্রতিনিধি জান্নাতিন নাঈম দীপ, সাংবাদিক মিজানুর রহমান টিটু, মোহনা টিভি প্রতিনিধি রুহুল আমিন রুবেল, দৈনিক বুলেটিন প্রতিনিধি কাজী সোলায়মান সুমন, ঢাকা টাইমস প্রতিনিধি এইচ এম গিয়াস উদ্দিন, বাংলানিউজ টোয়েন্টিফোর এর প্রতিনিধি নাঈম হোসেন, কালবেলা প্রতিনিধি আরিফুর রহমান ও আজকের পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান রায়হান।
সমাবেশে বক্তারা বলেন, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের অফিসে হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দাবি মিডিয়া হাউজ ও মিডিয়াকর্মীদের ওপর যারাই হামলা করবে, তাদের আগে আইনের আওতায় আনতে হবে। এ ধরণের হামলা বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানান।
বিডি প্রতিদিন/হিমেল