কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে শাহপরীর দ্বীপ ডাংঙ্গর পাড়ার বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু জানান, চিকিৎসার জন্য আমি গত কয়েকদিন ধরে চট্টগ্রামে। জানতে পেরেছি আমার ওয়ার্ড এলাকার ডাংঙ্গর পাড়ার বাসিন্দা আবদুল জলিলের শিশু কন্যা তাহমিনা আক্তার (৮) শনিবার মাদ্রাসা ছুটির পর থেকে নিখোঁজ ছিল। খোঁজাখুঁজির পর রাত ৯টার দিকে তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে শিশুর বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রাথমিকভাবে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও জানান, ময়নাতদন্তসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে। ঘাতকদের আটকে পুলিশের তৎপরতা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ