বগুড়ার শাজাহানপুরে ছুরিকাঘাতে আফসার আলী (৫৫) নামের এক অটোরিকশা চালক খুন হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খরনা ইউনিয়নের কলমাচাপর গ্রামে এ ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ছুরিকাঘাতের অভিযোগে রেজাউল করিম (৩৫) নামের এক যুবককে আটক করে পুলিশে দেয়। নিহত আফসার আলী কলমাচাপর গ্রামের সফর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রেজাউল করিম মাদকাসক্ত এবং মানসিক রোগী। এর আগেও সে ২ জনকে ছুরিকাঘাত করেছিল।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ জানান, আফসার আলী বাড়ি থেকে বের হয়ে খরনা বাজারে দিকে যাচ্ছিলেন। পথিমথ্যে কলমাচাপর গ্রামের সড়কে একই গ্রামের আবু খায়েরের ছেলে রেজাউল তার পথরোধ করে পেটে ছুরিকাঘাত করেন। স্থানীয় লোকজন আফসার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনা জানাজানি হলে গ্রামের লোকজন রেজাউলকে আটক করে মারপিট করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রেজাউলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়।
তিনি আরো জানান, নিহত আফসার আলীর লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রেজাউলকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম