কক্সবাজারের চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জামাল উদ্দিন জয়নালকে গ্রেফতার করেছে র্যাব-১৫ এর একটি টিম। শুক্রবার রাতে থানার নিকটবর্তী এলাকা থেকে তাকে গ্রেফতার করে শনিবার দুপুরে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
তাকে গতবছর ১৫ আগস্ট মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা শেষে ফোরকান হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার দেখানো হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনজুর কাদের ভূঁইয়া। তিনি বলেন, ধৃত জয়নালকে বিকালে আদালতের নির্দেশে জেলাহাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএ