ফেনী রেলওয়ে স্টেশন এলাকায় গাঁজা সেবন অবস্থায় ৩ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দুপুরে তাদের আটকের পর মোবাইল কোর্টের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অর্থদণ্ড ও কারাদণ্ড প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা ও শিফাত বিনতে আরা। আটককৃত হলেন, ফেনী শহরের সহদেবপুর এলাকার মো. ফজলুর ছেলে মো. আলমগীর (২০), নোয়াখালী সদর উপজেলার সুধারাম এলাকার শহীদুল ইসলামের ছেলে মো. ইউসুফ (৩২) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জয়ন্তীনগর এলাকার আতাউর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৩৫)।
এ ব্যাপারে অভিযান পরিচালনাকারি জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, সোমবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রেইডিং টিম এই অভিযান পরিচালনা করেন। রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মাদক সেবন অবস্থায় ৩ জনকে আমরা আটক করি। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের জেল ও জরিমানা করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন