ঝিনাইদহের মহেশপুরে যুবককে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ইসরাফিল (২৫) উপজেলার বাঘাডাঙ্গা গ্রামের আমিন উদ্দীনের ছেলে ও পেশায় একজন কৃষক ছিল।
স্থানীয়রা জানান, শুক্রবার রাত ১১টার দিকে ইসরাফিলের ফুপাতো ভাই মুছা বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ ছিল। শনিবার সকালে গ্রামের একটি মাঠে তার ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া যায়। মরদেহের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ওবায়দুর রহমান জানান, রাস্তা নিয়ে তার ফুপাতো ভাইদের সাথে দীর্ঘদির ধরে দ্ব›দ্ব চলে আসছিল। এ কারণে এই হত্যাকান্ড ঘটতে পারে।
নিহতের স্ত্রী চম্পা খাতুন অভিযোগ করে জানান, মুছার স্ত্রী তাদের যাতায়াতের রাস্তায় প্রতিদিন গোবর ফেলে পথ বন্ধ করে দিত। এর প্রতিবাদ করায় তার স্বামীকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এই হত্যার ঘটনার সাথে আব্দুল হামিদ, মুছা, কামাল ও আল আমিন জড়িত থাকতে পারে।
এ বিষয়ে মহেশপুর থানার ওসি জহিরুল ইসলাম জানান, নিহত ইসরাফিলের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এএম