গাজীপুরে আওয়ামী লীগ সরকারের আমলে কারা নির্যাতিত নেতা-কর্মীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার বিকালে গাজীপুর মহানগর শ্রমিক দলের উদ্যোগে মহানগরীর হাড়িনাল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর সদর মেট্রো থানা বিএনপির সাবেক সভাপতি হাসান আজমল ভূঁইয়া। মহানগর শ্রমিক দলের প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সদর মেট্রো থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম টুটুল, মহানগর শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. বারেক সরকার ও সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইজউদ্দিন আহমেদ, পূবাইল থানা শ্রমিক দলের নেতা মো. বিল্লাল হোসেন প্রমুখ।
বিডিপ্রতিদিন/কবিরুল