বেসরকারি খাতের শরীয়াহভিত্তিক স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চাকরি ফিরে পেলেন হাবিবুর রহমান।
বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৩৯৭তম পর্ষদ সভায় এমডির পদত্যাগপত্র প্রত্যাহার করে তার পদে পুনঃবহাল করার সিদ্ধান্ত হয়েছে।
আজ বৃহস্পতবিার স্ট্যান্ডার্ড ব্যাংক হাবিবুর রহমানকে কাজে যোগদানের চিঠি পাঠিয়েছে।
এর আগে গত চলতি বছরের ৮ মে তিনি ব্যাংকের পর্ষদের কাছে পদত্যাগপত্র জমা দেন। এই ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মো. হাবিবুর রহমান যোগ দেন গত বছরের ১ ফেব্রুয়ারি।
বিডি প্রতিদিন/জুনাইদ