বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে ফরেন ইনভেস্টরস চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) পক্ষ থেকে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে এ খাত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় এবং সরকারের পক্ষ থেকে ব্যবসার ক্ষেত্রে সহযোগিতা লাভের বিষয়ে আলোচনা হয়েছে।
ফিকি সভাপতি জাভেদ আখতারের নেতৃত্বে সেদস্যরা উপদেষ্টাকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে চ্যালেঞ্জ মোকাবিলা তাঁর নেতৃত্বের প্রতি আস্থার বিষয়টি প্রকাশ করেন।
বৈঠকের সময় ফিকি’র সদস্যরা এই খাতে বিদেশী বিনিয়োগকারীদের সম্মুখীন হওয়া বেশ কয়েকটি মূল সমস্যার বিষয় তুলে ধরেন।
বিডি প্রতিদিন/এএম