বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গানে ফিরছেন উমা খান

শোবিজ প্রতিবেদক

গানে ফিরছেন উমা খান

১৯৭১ সালে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে কনিষ্ঠতম শিল্পী ছিলেন উমা খান। আর সেখানে ভাই শিল্পী প্রবাল চৌধুরী আর বোন কল্যাণী ঘোষ ছিলেন তার সঙ্গী। দেশ স্বাধীন হওয়ার পর প্রথম যে রঙিন চলচ্চিত্র হয়েছিল তাতে একটি গান গেয়েছিলেন তিনি। ‘বাদশা’ চলচ্চিত্রে গাওয়া এ গানটি তাকে ব্যাপক খ্যাতি এনে দেয়। ছোটবেলা থেকে চট্টগ্রাম বেতারে গান করতেন উমা খান। কিন্তু মাঝে অনেকটা সময় দেশের বাইরে ছিলেন তিনি। বেশ কয়েক বছর হলো তিনি দেশে ফিরেছেন। মাঝেমধ্যে টিভি চ্যানেল ছাড়া তাকে তেমন দেখা যায়নি। তবে সুখবর হলো, উমা খান ফিরছেন তার জনপ্রিয় ৩০০ গান নিয়ে। এই গানগুলোর মধ্যে রয়েছে শিল্পী প্রবাল চৌধুরীর বিখ্যাত ১০টি গান। এ ছাড়া আরও থাকছে তার জনপ্রিয় সব পঞ্চ কবির গান, হাম-নাথ, বিভিন্ন চলচ্চিত্রের জনপ্রিয় গান, আধুনিক গান ইত্যাদি। তিনটি সিডিতে গানগুলো প্রকাশ করবে অডিও প্রযোজনা সংস্থা সাউন্ডটেক। আর অ্যালবাম তিনটি প্রকাশ হবে ডিসেম্বর, ফেব্রুয়ারি ও মার্চ মাসে।

এই প্রসঙ্গে উমা খান বলেন, ‘আমার অনেক জনপ্রিয় গান আছে, যা এ প্রজন্মের অনেকেই জানে না। এ ছাড়া আমার ভাই প্রবাল চৌধুরীরও অনেক গান আছে যা এখনো মানুষের মুখে মুখে বেঁচে আছে। তাই আমি চেষ্টা করছি আমার সব জনপ্রিয় গান একসঙ্গে করে শ্রোতাদের হাতে তুলে দিতে। এরই মধ্যে কাজ প্রায় শেষের দিকে।  আশা করছি ভালো লাগবে। 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর