Bangladesh Pratidin

প্রকাশ : রবিবার, ১২ মার্চ, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ১১ মার্চ, ২০১৭ ২৩:২৫
ইউটিউবে আগুন লাগিয়েছেন আসিফ!
শোবিজ প্রতিবেদক
ইউটিউবে আগুন লাগিয়েছেন আসিফ!
মিউজিক ভিডিওর দৃশ্যে শিল্পী আসিফ আকবর ও পাশের ছবিতে মডেল আসিফ ইমরোজ ও আফ্রি

আসিফ আকবর আবারও প্রমাণ করলেন তার তুলনা তিনি নিজেই। বৃহস্পতিবার রাত ৯টায় ভিডিওসহ প্রকাশ হয় তার নতুন গান ‘আগুন’। প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই গানটি ভাইরাল হয়ে যায় অনলাইনে। একদিনে এ গানটি ইউটিউবে দেখেছেন দেড় লাখেরও বেশি দর্শক। এ রিপোর্ট যখন লেখা হচ্ছে, ততক্ষণে গানের ভিউ দেড় লাখ ছাড়িয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে স্বভাবসুলভ ভঙ্গিতে আসিফ বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। ভিউ-টিউ নিয়ে ভাবি না। তবে ভালো সাড়া পেয়েছি এটা সত্য।’ এ গানটি নিয়ে অনেক আগে থেকেই প্রচার প্রচারণারও কমতি ছিল না। কারণ এত বড় আয়োজনের ভিডিওতে আসিফকে এর আগে তেমন একটা দেখা যায়নি। আর এদিন গানটি প্রকাশ হওয়ার পরই ব্যাপক সাড়া ফেলে শ্রোতা-দর্শকের মাঝে। গানটির অডিও, ভিডিও, নির্মাণশৈলী, আসিফের উপস্থিতি— সবই যেন চোখ ধাঁধানো। এক কথায় অসাধারণ এক আসিফকে এ গানে আবিষ্কার করা গেছে। ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে প্রকাশিত ‘আগুন’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন জুয়েল মোর্শেদ। এটি তার সুরে আসিফের প্রথম গান। গানটির কথা লিখেছেন সুহৃদ সুফিয়ান। আর ভিডিওটি নির্মাণ করেছেন সৈকত নাসির। গানটিতে মডেল হিসেবে কাজ করেছেন আসিফ ইমরোজ ও আফ্রি। তারাও পারফর্ম করেছেন দুর্দান্ত। পাশাপাশি আসিফের অন্যরকম উপস্থিতি গানটিকে আরও বেশি অনন্য করে তুলেছে। ‘লোকে বলে তুমি আগুন ছাই বানাতে জুড়ি নাই, ভয়ে ভয়ে হাত ধরেছি আমি কিন্তু পুড়ি নাই’— এমন কথার গানটি অডিও ইন্ডাস্ট্রিতে নতুন মাইলফলক হবে বলে অনেকের বিশ্বাস।

এই পাতার আরো খবর
up-arrow