Bangladesh Pratidin

প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জুন, ২০১৭ ০০:০০ টা প্রিন্ট ভার্সন আপলোড : ২৯ জুন, ২০১৭ ০০:৪৯
নিপুণ-মুন্নার ধূসর কুয়াশা
শোবিজ প্রতিবেদক
নিপুণ-মুন্নার ধূসর কুয়াশা

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ সম্প্রতি শেষ করলেন ‘ধূসর কুয়াশা’ ছবির কাজ। ছবিতে একেবারেই ভিন্নধর্মী চরিত্রে হাজির হচ্ছেন নিপুণ। ছবির নির্মাতা উত্তম আকাশ এমনটি জানিয়েছেন। এতে নিপুণের বিপরীতে অভিনয় করেছেন মুন্না। নিপুণ বলেন, মুন্না নবাগত হলেও খুব ভালো অভিনয় করেছেন। আর পরিচালক উত্তম দা বেশ গুছিয়ে কাজটি করেছেন। ঈদের পরই ছবির ট্রেলার দেখতে পাব। মুন্না বলেন, এ ছবিতে আমার চরিত্রের নামও থাকছে মুন্না। এ ছবির গল্প মৌলিক। সব শ্রেণির দর্শকের পছন্দের ছবি হবে এটি। হিসাম মাল্টিমিডিয়া প্রোডাকশনের ব্যানারে ‘ধূসর কুয়াশা’ ছবিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পুষ্পিতা পপি, সেলিম চৌধুরী, আমিন আজাদ, বিলাস, শীবা সানু, এস আই ফারুক প্রমুখ। এ ছবির গানে কণ্ঠ দিয়েছেন কনা, কিশোর ও ঐশী। সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ ও ইমন সাহা।

এই পাতার আরো খবর
up-arrow