চলতি বছর ঢাকাই চলচ্চিত্রের ব্যবসা ছিল গত কয়েক বছরের তুলনায় বেশ উন্নত। এ বছর এই সপ্তাহ পর্যন্ত ৬২টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে ঢাকাই ছবির ইতিহাসে সর্বোচ্চ ব্যবসা সফল ছবির তালিকায় স্থান করে নিয়েছে দুটি ছবি। এ তালিকায় দীপঙ্কর দীপন পরিচালিত ‘ঢাকা অ্যাটাক’ ছবিটি ৯ কোটি ৫০ লাখ টাকা আয় করে চতুর্থ আর জাজ মাল্টিমিডিয়ার ‘নবাব’ ৯ কোটি টাকার ঘর ছুঁয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে। এ ছাড়া ব্যবসা সফল ছবির তালিকায় আছে জাজ মাল্টিমিডিয়ার ‘বস টু’, ‘ধ্যাততেরিকি, প্রেমী ও প্রেমী, তৌকীর আহমেদের ‘হালদা’ হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’, বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’, এবং মালেক আফসারীর ‘অন্তর জ্বালা’। আলোচিত ছবির তালিকাও এবার বেশ সন্তোষজনক। এ তালিকায় আছে- মোস্তফা সরয়ার ফারুকীর ‘ডুব’, ফাকরুল আরিফিনের ‘ভুবন মাঝি’, শাহাদাত হোসেন লিটনের ‘অহংকার, শামীম আহমেদ রনির ‘রংবাজ’, মনতাজুর রহমান আকবরের ‘দুলাভাই জিন্দাবাদ’, শাহ আলম মণ্ডলের ‘আপন মানুষ’, জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনা বন্ধু’। এই হিসাবে চলতি বছরও সফল প্রযোজনা সংস্থার স্থান দখলে রেখেছে আবদুল আজিজের জাজ মাল্টিমিডিয়া। আলোচিত নায়কের স্থানে যথারীতি আছেন শাকিব খান। তার অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। ছবিগুলো হলো—সত্তা, রাজনীতি, নবাব, রংবাজ ও অহংকার। এই ৫টি ছবিই ব্যবসা সফল ও আলোচনায় এসেছে। নায়িকার মধ্যে পরীমণি অভিনীত ৫টি ছবি মুক্তি পেয়েছে। এগুলো হলো— কত স্বপ্ন কত আশা, আপন মানুষ, অন্তর জ্বালা, সোনা বন্ধু এবং ইনোসেন্ট লাভ। ৫টি ছবি নিয়েই আলোচনায় ছিলেন পরী। এর বাইরে অপু বিশ্বাস একটি ছবি নিয়েই বাজিমাত করেছেন। ছবিটি হলো বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’। এ ছাড়া সুমনের ‘সোনা বন্ধু’ নিয়ে আলোচনায় ছিলেন পপি ও ডি এ তায়েব। বছরের শেষ ছবি হিসেবে ২৯ ডিসেম্বর মুক্তি পাবে বদরুল আনাম সৌদের ‘গহীন বালুচর’ ছবিটি। এ ছবিটিও মুক্তির আগেই ব্যাপক আলোচনায় এসেছে। ছবিটি মুক্তি পেলে এ বছর মুত্তিপ্রাপ্ত ছবির সংখ্যা হবে ৬৩। যা গত কয়েক বছরের তুলনায় বেশি। সব মিলিয়ে চলতি বছর ঢাকাই ছবির বাজার ছিল অনেকটা জমজমাট।
শিরোনাম
- হয়রানি ও প্রতারণার বিরুদ্ধে সরকারকে শক্ত হতে হবে
- ঝড়ের আভাস, ১১ অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
- প্রাইজবন্ডের ১১৯তম ‘ড্র’ আজ
- শ্রমিকদের মানবাধিকার নিশ্চিতের দাবি ব্রিটিশ এমপি আফসানার
- ‘মুক্তিযোদ্ধা’র সনদ বাতিলের তালিকায় আলোচিত নামগুলো কারা?
- আইফোন ১৭-কে টপকে যাবে অ্যান্ড্রয়েড?
- 'একজন যোদ্ধা', ইরফানকে নিয়ে যা বললেন ছেলে বাবিল
- “সবাই খুনি”—সীমা পাহওয়ার বলিউড ত্যাগের নেপথ্য ক্ষোভ
- গাজীপুরে স্বাস্থ্যসেবা টেকসই করতে ওরিয়েন্টেশন সভা
- রেনাটার পৃষ্ঠপোষকতায় ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের মহৎ উদ্যোগ
- ফেনীতে ঘুমন্ত অবস্থায় স্বামী-স্ত্রীর হাত-পা বেঁধে স্বর্ণ ও নগদ অর্থ লুট
- বাংলাদেশে আনুষ্ঠানিক অনুমোদন পেল স্টারলিংক
- পরশুরামে সিএনজি চুরির হিড়িক, ঘরের তালা ভেঙে উধাও
- সুবর্ণা, শাওনসহ ১৭ অভিনয়শিল্পীর বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা
- ‘অনুমানে দুইয়ে দুইয়ে চার না মেলানোই ভালো’
- আরাকান আর্মির বন্দিদশা থেকে ২০ দিন পর দেশে ফিরলেন মুফিজ
- গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ, বাবা-ছেলে গ্রেফতার
- নবীনগরে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০
- সচিবালয়ে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা
- ভারতে পাঠ্যবই থেকে বাদ মোগল-সুলতানি ইতিহাস
যেমন ছিল চলচ্চিত্র ২০১৭
আলাউদ্দীন মাজিদ
প্রিন্ট ভার্সন
