সোমবার, ১৬ জুলাই, ২০১৮ ০০:০০ টা

নিউইয়র্কে সম্মাননায় কৃষ্ণা তিথি

এনআরবি নিউজ, নিউইয়র্ক থেকে

নিউইয়র্কে সম্মাননায় কৃষ্ণা তিথি

গানের পরশে বাঙালির হৃদয় জয়ের পর মার্কিনিরাও অভিভূত কৃষ্ণা তিথির সংগীতে। চ্যানেল আইয়ের সেরাকণ্ঠি এবং সেরাদের মধ্যেও সেরা খেতাবধারী কৃষ্ণা তিথি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি, স্টেট সিনেট, সিটি কাউন্সিলের সম্মাননা স্মারক লাভ করলেন। আর এভাবেই বাঙালি শিল্পী তার জাদুকরী কণ্ঠের মোহনায় ভাসিয়ে নিচ্ছেন আমেরিকানদেরও। কু্ইন্স এবং ব্রঙ্কসের হাজার হাজার মানুষের বিপুল করতালির মধ্যে সম্প্রতি তাকে এসব সম্মাননা সনদ হস্তান্তর করা হয়।

কৃষ্ণা তিথি বলেন, এমন একটি সম্মাননায় সম্মানিত হতে পেরে অনেক ভালো লাগছে। ফোবানা, ঢালিউডসহ অনেক বড় বড় অনুষ্ঠানে গান করেছি। তবে আমেরিকার চেয়ে দেশই ভালো লাগে। প্রিয় জন্মভূমি বাংলাদেশকে প্রচণ্ড ভালোবাসি এবং মিস করি। তবে আমেরিকায় যে সব প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের দেশপ্রেম ও শিল্পীর প্রতি যে ভালোবাসা তার তুলনা চলে না। আমাদের শিল্প- সংস্কৃতিকে লালন করছেন, প্রবাসে জন্ম নেওয়া এবং বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু-কিশোরদের মধ্যে এই গান ছড়িয়ে দিতে চাই।

সর্বশেষ খবর