সম্প্রতি প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী মেঘলার নতুন গানচিত্র ‘শখের পাখির ডানা গজাইছে’। গানটির কথা ও সুর তমিজ খানের। ফোকধর্মী গানটির সংগীতায়োজন করেছেন রোজেন রহমান। ছোটবেলা থেকেই লালনের গান শিখেছেন মেঘলা। এখনো শিখছেন। এর মধ্যেই মৌলিক গান প্রকাশ পাওয়ার পর শ্রোতারা সেগুলো লুফে নেয়। শুরু হয় তার নতুন যাত্রা। সে যাত্রায় একাধিক প্রতিষ্ঠান থেকে নিয়মিত গান প্রকাশ পাচ্ছে মেঘলার।
এ প্রসঙ্গে মেঘলা জানান, ‘আসলে সব ক্রেডিট শ্রোতাদের। আমি কখনো ভাবিনি শ্রোতারা এভাবে গ্রহণ করবেন। চেষ্টা করছি ভালো কিছু করার। শিগগিরই বেশ কিছু লালনের গান করতে চাই। কারণ লালন সাঁইর গান গাইতে গাইতেই আমার এত দূর আসা।’
গগন সাকিব চ্যানেলে প্রকাশিত শখের পাখির ডানা গজাইছে গান প্রসঙ্গে মেঘলা বলেন, ‘এই গানটিতে অন্যরকম আমেজ আছে। আমি খুব উপভোগ করেছি। আশা করছি, শ্রোতারা নিরাশ হবেন না।’