নাট্য পরিচালক মিজানুর রহমান আরিয়ান নিজের প্রথম সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন। নাম চূড়ান্ত না হওয়া পুরোপুরি রোমান্টিক গল্পের এ সিনেমার নায়ক হচ্ছেন সিয়াম আহমেদ। ২০২৫ সালের ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। রায়হান রাফীর রোমান্টিক সিনেমা ‘পোড়ামন ২’ এর মাধ্যমে সিনেমায় অভিষেক সিয়ামের। তারপর নানা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। আবার রোমান্টিক নায়ক হয়েই ফিরছেন তিনি।