হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পইলারকান্দি গ্রামে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত যুবক রেজু মিয়ার মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে গতকাল দুপুরে তার মৃত্যু হয়। রেজু পইলারকান্দি গ্রামের সিজিল মিয়ার ছেলে।
পইলারকান্দি ইউপি চেয়ারম্যান খোয়াজ আলীর সঙ্গে একই গ্রামের ইউপি সদস্য সরাজ মিয়ার বিরোধ চলছিল। এর জের ধরে রবিবার বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে রেজু মিয়াসহ ১৫ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। রেজুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ওসমানী মেডিকেলে পাঠানো হয়।