কুমিল্লার চৌদ্দগ্রামে জমির বিরোধে প্রতিপক্ষের পটকায় ইলিয়াছ ওরফে আবু (৫৮) নামে এক রংমিস্ত্রির মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ। নিহত আবু উপজেলার চিওড়া ইউনিয়নের বেরলা গ্রামের শফিকুর রহমানের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে বেরলা গ্রামের মুন্সি বাড়ির ইলিয়াছের সঙ্গে জমি নিয়ে প্রতিবেশী খোদেজা বেগম ও রাজিয়া বেগমের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে বৃহস্পতিবার রাত ৯টার দিকে খোদেজা গ্রুপের সৈকত ও রুবেলসহ কয়েকজন ইলিয়াছের ওপর পটকা নিক্ষেপ করে। চৌদ্দগ্রাম থানার ওসি হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘ইলিয়াছের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে ওই রাতেই গ্রেপ্তার করা হয়েছে।