হবিগঞ্জের বাহুবলে জমি নিয়ে বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল দুপুরে উপজেলার সুদীন গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টিম গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ জানায়- উপজেলার সুদীন গ্রামের মকবুল হোসেনের সঙ্গে জমি নিয়ে বিরোধ চলে আসছিল পার্শ্ববর্তী মুরাগাও গ্রামের ফরিদ মিয়ার। এরই জের ধরে তাদের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
বাহুবল মডেল থানার ওসি আমিনুল ইসলাম বলেন- এ ঘটনায় অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।