বাংলাদেশ প্রতিদিনে সংবাদ প্রকাশের পর পদ্মার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলী মোড় এলাকার অবৈধ ইলিশের হাট ভেঙে দিয়েছে প্রশাসন। এ ছাড়া পদ্মায় নৌপুলিশ ও কোস্টগার্ড নিয়মিত অভিযান পরিচালনা করে জেলেদের দন্ডসহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করেছে। গতকাল বিকালে রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় রাজবাড়ীতে ৪ অক্টোবর থেকে গতকাল পর্যন্ত ১৮ দিনে ১১৩টি অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় ১৩ দশমিক ৫৮ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৩৪৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। ৩৭টি মোবাইল কোর্ট পরিচালনা করে ১২২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দেওয়া হয়। জরিমানা আদায় করা রয়েছে ৭৩ হাজার ২০০ টাকা।’ জেলা মৎস্য কর্মকর্তা মাহবুব উল হক আরও বলেন, ‘প্রজনন মৌসুমে ইলিশ ধরা বন্ধে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে মৎস্য বিভাগ। ২৫ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এ অভিযান চলমান থাকবে। জেলা প্রশাসন ছাড়াও পুলিশ, নৌপুলিশ আমাদের সহযোগিতা করেছে।’ তবে স্থানীয়দের অভিযোগ, চলতি মৌসুমে পদ্মায় ইলিশ রক্ষায় মৎস্য বিভাগ ছিল উদাসীন। এ ছাড়া মৌসুমি জেলেরা আইনের তোয়াক্কা না করে ইলিশ শিকার করেছেন।