২০১৮ সালে স্ত্রী মেহের জেসিয়ার সঙ্গে ২০ বছরের সংসার জীবনের ইতি টানেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। এ সংসারে মাহিকা রামপাল এবং মায়রা রামপাল নামে দুই কন্যা সন্তান রয়েছে তাদের। মেহেরের সঙ্গে বিচ্ছেদের পর আর বিয়ে করেননি অর্জুন রামপাল। কিন্তু দক্ষিণ আফ্রিকান মডেল-অভিনেত্রী গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে লিভ-ইন সম্পর্কে রয়েছেন। তাদের দুটি পুত্রসন্তান রয়েছে।
সম্প্রতি একটি শো’-তে অতিথি হিসেবে উপস্থিত হয়ে বিয়েবিচ্ছেদ ও লিভ-ইন সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন অর্জুন রামপাল। অভিনেতা বলেন, ‘মাত্র ২৪ বছর বয়সে আমি বিয়ে করেছিলাম। আমার মনে হয়, খুব কম বয়সে বিয়ে করেছিলাম। আপনারও বয়স কম, অনেক কিছু শেখা ও অভিজ্ঞতার ব্যাপার আছে। আপনাকেও পরিণত হতে হবে। মেয়েদের তুলনায় ছেলেরা ধীরে ধীরে পরিণত হয়। এটি প্রমাণিত সত্য যে, আমরা বোকা। আপনি যদি সফল বিবাহিত জীবন চান, তবে অপেক্ষা করুন।’
‘ওম শান্তি ওম’খ্যাত অভিনেতা মনে করেন, “ছোটবেলার প্রিয় মানুষকে বিয়ে করে কোনো পুরুষকে যদি সুখী হতে দেখি, তবে এটিকে ‘অলৌলিক ঘটনা’ মনে করি।” মেহের জেসিয়ার সঙ্গে যখন অর্জুনের বিবাহবিচ্ছেদ হয়, তখন তারা দুই কন্যা সন্তানের বাবা-মা। সেই সময়ের স্মৃতিচারণ করে অর্জুন রামপাল বলেন, ‘এটা খুবই কঠিন সময় ছিল। এটা কারো জন্যই সহজ নয়। এটি বাচ্চাদের জন্য আরো কঠিন। বিচ্ছেদের পরপর নিজেকে স্বাধীন মনে হয়। কিন্তু ধীরে ধীরে অস্বস্তিকর এবং একা অনুভব হয়। আপনি আপনার ঘরকে মিস করতে থাকবেন।’
প্রথম সংসার ভাঙার পেছনে অর্জুনেরও দায় ছিল। তা স্বীকার করে এ অভিনেতা বলেন, ‘আমি ছোট ছিলাম এবং একটি ভাঙা পরিবার থেকে এসেছি। বিবাহিত জীবনে সফল হইনি। যার ফলে আমাকে পেছন ফিরে তাকাতে হয়েছিল, কি ভুল করেছিলাম তা দেখার চেষ্টা করেছিলাম। কিন্তু কিছু পাইনি। পরে আমি উপলদ্ধি করেছিলাম, কেন ভুলটা হয়েছিল, ভুলগুলো কি ছিল এবং এর দায়গুলো আমি নিয়েছি।’
অর্জুন বিশ্বাস করেন যে, সৃষ্টিকর্তা তাকে দ্বিতীয়বার ভালোবাসার সুযোগ দিয়েছেন। ২০১৮ সাল থেকে গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে রয়েছেন। কিন্তু বিয়ের মাধ্যমে তারা প্রতিশ্রুতিবদ্ধ নন। এ বিষয়ে অর্জুন রামপাল বলেন, ‘আমার ও তার (গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেস) কাছে বিয়ে কেবল কাগজের শান্তি। আমরা বিবাহিত, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু কখনো কখনো কাগজের টুকরাটা আপনাকে বদলে দিতে পারে। আপনি আইনিভাবে আবদ্ধ। কিন্তু এটি একে অপরের মনোভাব পরিবর্তন করতে পারে না। আমরা মানসিকভাবে বিবাহিত।’
সূত্র : ইন্ডিয়া টুডে।
বিডি-প্রতিদিন/শআ