বগুড়ার গাবতলী পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। মঙ্গলবার প্রার্থীরা শেষবারের মতো প্রচারণা চালিয়েছেন। উপজেলার পৌর এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি। মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিজার রহমান পাইকার, সাইফুল ইসলাম, আব্দুল লতিফ আকন্দ ও আনোয়ারুল ইসলাম।
দাউকান্দি পৌরসভা : এদিকে কুমিল্লার দাউদকান্দি পৌরসভার উপ-নির্বাচনও কাল অনুষ্ঠিত হবে। নির্বাচনে মেয়র পদের প্রার্থীরা হলেন_ অ্যাডভোকেট আহসান হাবীব চৌধুরী, কে এম আই খলিল, ভিপি আব্দুস সাত্তার, কাউসার আলম, শাহ আলম চৌধুরী ও শাহজান খন্দকার।
আজ নাঙ্গলকোটে উপ-নির্বাচন : কুমিল্লা প্রতিনিধি জানান, আজ কুমিল্লার নাঙ্গলকোট পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা হলেন_ মনিরুজ্জমান খান, মাঈনুদ্দিন এবং তৌহিদুর রহমান মজুমদার।