বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিক্ষোভে দমনপীড়ন ও বেসামরিক নাগরিকদের হত্যার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন সময় সোমবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। বাংলাদেশ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, আমরা মনে করি সাম্প্রতিক মাসগুলোতে বিক্ষোভের সময় দমন-পীড়ন এবং যে সব বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এ বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত দরকার। এসব ঘটনায় যেই দায়ী হোক না কেন সেগুলোর পূর্ণ জবাবদিহিতা থাকতে হবে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশসহ সারা বিশ্বে গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত দেখতে চায় ওয়াশিংটন।