আর্সেনালের পর এবার ফুলহ্যামের কাছে হোঁচট খেলো লিভারপুল। শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে দুইবার পিছিয়ে পড়ে হারতে বসেছিল তারা। অ্যানফিল্ডে শেষ দিকে ডিওগো জোতা গোল করলে হাঁপ ছেড়ে বাঁচে ১০ জনের লিভারপুল। বদলি নামার সাত মিনিটের মধ্যে তার দুর্দান্ত গোল লিভারপুলকে ২-২ সমতায় ফেরাতে সাহায্য করে।
প্রথমার্ধে লিভারপুলের জন্য দিনটা ছিল চ্যালেঞ্জে ভরা। ম্যাচের শুরুতেই আন্দ্রেয়াস পেরেইরার গোলের মাধ্যমে এগিয়ে যায় ফুলহ্যাম। এর পাঁচ মিনিট পর অ্যান্ড্রু রবার্টসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা।
যদিও এক জন কম নিয়ে খেলতে থাকলেও, লিভারপুল হাল ছাড়েনি। দ্বিতীয়ার্ধের শুরুতেই কোডি হাকপোর শুরুর গোল তাদের পুনরুজ্জীবিত করে। তবে ফুলহ্যাম আবারও এগিয়ে যায় ৭৬ মিনিটে রদ্রিগো মুনিসের গোলে। তবুও, শেষ রক্ষা করে লিভারপুল। জোতা ৮৬ মিনিটে দারউইন নুনেসের পাস থেকে চমৎকার একটি গোল করে সমতা টেনে আনেন।
এই ড্রয়ের পর ১৫ ম্যাচে ১১ জয় ও ৩ ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। অন্যদিকে, ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আর্সেনাল, এবং ১৫ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ম্যানচেস্টার সিটি।
বিডি প্রতিদিন/এমএস