বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগকে স্বাগত জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এক্সিলারেট এনার্জির প্রধান নির্বাহী কর্মকর্তা স্টিভেন কোবোসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে আরও মার্কিন বিনিয়োগ স্বাগত জানিয়ে স্টিভেন কোবোসকে উদ্দেশ করে ড. ইউনূস বলেন, আপনি এখানে সঠিক সময়ে এসেছেন। বর্তমান সরকার সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকৃষ্ট করতে এবং দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতির জন্য পদক্ষেপ নিয়েছে। ইউএস চেম্বার অব কমার্সের ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কোবোস, অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাংলাদেশে তাদের ব্যবসায়িক আস্থা বাড়াবে। তিনি বলেন, ড. ইউনূস দায়িত্ব নেওয়ার পর থেকে আমেরিকান কোম্পানিগুলো থেকে বাংলাদেশে অনেক আগ্রহ দেখা দিয়েছে। ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সদস্যসহ কিছু শীর্ষ মার্কিন কোম্পানি এই দক্ষিণ এশিয়ার দেশে ব্যবসার সম্ভাবনা নিয়ে উচ্ছ্বসিত। কোবোস আরও বলেন, তার কোম্পানি বাংলাদেশে জ্বালানি খাতে এবং ডিকার্বোনাইজেশনে আরও বিনিয়োগ করার পরিকল্পনা করেছে। কোম্পানিটি বাংলাদেশে তরলিকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) মসৃণ সরবরাহ বাড়াতে এবং নিশ্চিত করতে চায়। এক্সিলারেটর বর্তমানে বাংলাদেশে দুটি অফশোর ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিটে বিনিয়োগ রয়েছে, যা ১.১ বিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করে। এটি দেশের দৈনিক গ্যাস সরবরাহের প্রায় ৩৪ শতাংশ। মার্কিন যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সফরকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের একটি ইভেন্টে বক্তৃতা করেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য কয়েকটি শীর্ষ আমেরিকান বহুজাতিক সংস্থাসহ এর ৫০ জন সদস্যকে আমন্ত্রণ জানান। বৈঠকে স্টিভেন কোবোসের সঙ্গে এক্সিলারেট এনার্জির উচ্চপদস্থ কর্মকর্তারা, বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও এক্সিলারেট এনার্জির কৌশলগত উপদেষ্টা পিটার হাস, কোম্পানির ভাইস প্রেসিডেন্ট ডেরেক ওং, র্যামন ওয়াংডি এবং হাবিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন সিনিয়র সচিব ও এসডিজি বিষয়ক প্রধান লামিয়া মোরশেদ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং জ্বালানি সচিব সাইফুল ইসলাম।
শিরোনাম
- বিজয় দিবসে সড়কে যানবাহন চলাচলে বিশেষ নির্দেশনা ডিএমপির
- জনপ্রশাসন সংস্কারে প্রস্তাবনা জমা দিয়েছে বিএনপি
- জনপ্রশাসন মন্ত্রণালয়ে ‘বঞ্চিত’ কর্মকর্তাদের অবস্থান
- গ্রিস উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি: মৃত ৫, নিখোঁজ ৪০
- নাশতার সঙ্গে লটারি কিনে জিতলেন ১২ কোটি টাকা
- সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ্য ভাতা পাবেন: জনপ্রশাসন সচিব
- মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিটন
- রাতে মুখোমুখি হচ্ছে ম্যানইউ ও ম্যানসিটি
- শীতের মধ্যেই বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
- হিজাব না পরে কনসার্টে গান, গ্রেফতার ইরানের গায়িকা
- মানহানি মামলা: ট্রাম্পকে দেড় কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবিসি নিউজ
- রাজধানীর যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না সোমবার
- অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর কোনো দুর্নীতি হয়নি : উপদেষ্টা ফাওজুল কবির
- এবার অবসরের ঘোষণা দিলেন মোহাম্মদ ইরফান
- মার্কিন সরকারকে সহযোগিতার অভিযোগে সাংবাদিককে ১০ বছরের কারাদণ্ড দিলো ইরান
- পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
- পয়েন্ট খুইয়ে শীর্ষে ওঠার সুযোগ হারাল রিয়াল মাদ্রিদ
- সূচকের উত্থানে লেনদেন চলছে পুঁজিবাজারে
- জিম্মি করে মুক্তিপণ আদায়, টেকনাফে নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গা উদ্ধার
- চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত