ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে প্রক্সিদের সঙ্গে বৈঠকে বসছে ইরান।
গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসমাইল হানিয়া হত্যার সম্ভাব্য প্রতিক্রিয়া পর্যালোচনা করতে উচ্চ-পর্যায়ের ইরানি কর্মকর্তারা আজ বৃহস্পতিবার লেবানন, ইরাক এবং ইয়েমেনে প্রক্সি মিত্রদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইরানের মাটিতে হানিয়াকে হত্যার জন্য ‘কঠোর শাস্তি’ দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। হানিয়াকে হত্যার জন্য ইসরায়েলকে দায়ী করেছে ইরান। যদিও ইসরায়েল আনুষ্ঠানিকভাবে এ ঘটনায় দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। নতুন ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন তিনি। সূত্র: রয়টার্স, আল-জাজিরা
বিডি প্রতিদিন/একেএ