প্রায় বছরজুড়ে ফিলিস্তিনের গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন। তবে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলোও লড়ছে ইসরায়েলের চোখে চোখ রেখে। আর সেই প্রতিরোধের মুখে ইসরায়েল শিবিরে প্রাণহানি ঘটছে।
এবার ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় তাদের আরও সেনা নিহত হওয়ার কথা জানিয়েছে।
ইসরায়েলি বাহিনী রবিবার এই মৃত্যুর খবর দিয়েছে। নিহতদের মধ্যে একজন "স্টাফ সার্জেন্ট" এবং অন্য জন "মাস্টার সার্জেন্ট"।
বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণের ফলে দক্ষিণ গাজার খান ইউনিস শহরে এবং গাজা সিটিতে যথাক্রমে এই দুজনের মৃত্যু হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ফিলিস্তিনি ভূখণ্ডে আক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৭০২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্য অনুসারে, গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলির পরিচালিত প্রতিশোধমূলক অভিযান আল-আকসা ফ্লাডের প্রতিক্রিয়ায় শুরু হওয়া যুদ্ধে গাজা ভূখণ্ডে স্থল অভিযানে গিয়ে এ পর্যন্ত তাদের মোট ৩৪০ সেনা নিহত হয়েছে।
ইসরায়েলি মিডিয়া আউটলেটগুলি জানিয়েছে, এছাড়াও রবিবার ফিলিস্তিনি ও লেবাননের প্রতিরোধ গোষ্ঠীগুলির অভিযানের মারা যাওয়া ছয় সেনার জন্য অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে।
পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, সরকার তার বাহিনীর মনোবল ধরে রাখতে এবং যুদ্ধবিরতির দাবিকারীদের থেকে প্রতিক্রিয়া রোধ করার জন্য প্রাণহানির ঘটনা কমিয়ে দেখাচ্ছে। ইসরায়েলি সেনাদের হতাহতের সংখ্যা হয়তো আরও বেশি।
বিডি প্রতিদিন/নাজমুল