টোকিওর দক্ষিণে অবস্থিত দূরবর্তী ইজু দ্বীপপুঞ্জে ৫.৯ মাত্রার ভূমিকম্পের পর ৫০ সেন্টিমিটার উচ্চতার একটি সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি জনবসতিহীন দ্বীপের কাছে সংঘটিত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
জাপানের আবহাওয়া সংস্থা জানায়, ভূমিকম্পের প্রায় ৪০ মিনিট পর হাচিজো দ্বীপে সুনামিটি পৌঁছায়। এটা ইজু দ্বীপপুঞ্জের অংশ। তবে জনসম্প্রচারকারী এনএইচকে জানায়, সুনামি বা ভূমিকম্প থেকে কোনো ক্ষয়ক্ষতি নিশ্চিত করা হয়নি।
এর আগে, আবহাওয়া সংস্থা ইজু এবং ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জের বাসিন্দাদের সতর্ক করে জানিয়েছিল, ১ মিটার পর্যন্ত সুনামি আঘাত হানতে পারে। তবে ভূমিকম্পটি সমুদ্রের নিচে জনবসতিহীন তোরিশিমা দ্বীপের কাছে সংঘটিত হয়েছিল এবং এর পর থেকে আর কোনো বড় কম্পন দেখা যায়নি।
টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের তথ্য অনুযায়ী, ইজু দ্বীপপুঞ্জ এবং তার দক্ষিণে অবস্থিত আরও দূরবর্তী ওগাসাওয়ারা দ্বীপপুঞ্জে প্রায় এক ডজন বসতিপূর্ণ দ্বীপ রয়েছে। সেখানে গত বছর প্রায় ২৪,০০০ মানুষের বসবাস ছিল।
বিডিপ্রতিদিন/কবিরুল