যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ চীন, ইরান ও উত্তর কোরিয়ায় জন্য নতুন মিশন চালু করেছে। এই প্রকল্পের আওতায় তিন দেশে তারা লোক বা তথ্যদাতা নিয়োগ দিতে চায়। যারা তাদের তথ্য দিয়ে সাহায্য করবে।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি বিজ্ঞাপনে তারা মান্দারিন, ফারসি ও কোরিয়ান ভাষায় এ কথা জানিয়েছে। সেখানেই তারা বাতলে দিয়েছে কিভাবে নিরাপদে তাদের সাথে যোগাযোগ করা যাবে।
সিআইএ বলেছে, তাদের এই কাজে লুকোচুরির তেমন কিছু নেই।
একই বার্তা এক্স, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টেলিগ্রামে ও লিংকডইনে একই ধরনের বিজ্ঞাপন দিয়েছে। সেখানে আগ্রহীদের নাম, অবস্থান ও যোগাযোগের বিস্তারিত ঠিকানা দিয়ে আবেদন করতে বলা হয়েছে।
সিআইএর এমন কাণ্ড অনেককে অবাক করেছে। কারণ, ইরান, চীন ও উত্তর কোরিয়া মার্কিন শত্রু তালিকার দেশের কাতারের শীর্ষে অবস্থান করছে।
বিডি প্রতিদিন/নাজমুল