বসুন্ধরা কিংস ফিরল বীরের বেশে। কিংসের দাপটের সামনে টিকতে পারলো না রহমতগঞ্জ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে রহমতগঞ্জকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বসুন্ধরা কিংস।
কিংস অ্যারেনায় ম্যাচের ১০ মিনিটে জনাথন ফার্নান্দেসের গোলে এগিয়ে যায় কিংস। ১২ মিনিটেই ম্যাচে ফেরে রহমতগঞ্জ। নাবিব নেওয়াজ জীবন গোলটি করেন। তবে বিরতিতে যাওয়ার আগে আবারও লিড নেয় কিংস।
বিরতির পর আক্রমণের ধার বাড়ায় কিংস। সমানতালে লড়তে থাকে রহমতগঞ্জও। তবে ব্যবধান তো কমাতে পারেনি উল্টো আরো গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে পরে পুরান ঢাকার দলটি। ৫৪ মিনিটে বক্সের বাইরে থেকে মিডফিল্ডার সোহেলের জোরালো শট গোলরক্ষক হাবিব ঠিকমতো প্রতিহত করতে না পারলে জালে জড়িয়ে যায়।
৭৬তম মিনিটে হেডে কিংসের গোলের হালি পূর্ণ করেন ডিফেন্ডার তপু বর্মন। তার ৩ মিনিট পর মিনিটে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জ। তবে কিংস গোলরক্ষককে একা পেয়েও পরাস্ত করতে পারেননি স্যামুয়েল বোয়েটাং। ঘানার ফরোয়ার্ডের নেওয়া শট ফিস্ট করে কিংসকে রক্ষা করেন গোলরক্ষক জিকো। পরে আর কোনো গোল না হলে ৪-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে কিংস।
বিডি প্রতিদিন/নাজমুল