মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র লেবাননের জন্য কোনো ‘বিস্তৃত সংঘাত’ নয়, বরং একটি শান্তিপূর্ণ সমাধান চায়। শুক্রবার লাওসে অনুষ্ঠিত পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের পর তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা এই অঞ্চলে বৃহত্তর সংঘাত এড়াতে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছি।’
আরব নিউজের খবর অনুসারে ব্লিঙ্কেন বলেন, আমাদের সবারই একটিই আকাঙ্ক্ষা, যাতে লেবাননের মানুষ দ্রুত তাদের বাড়িতে ফিরে নিরাপত্তা ও স্বাভাবিক জীবনে ফিরতে পারে। বাচ্চারা যাতে স্কুলে যেতে পারে, সেটাই আমরা সবাই চাই।
তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর হামলার প্রেক্ষাপটে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেয়। তবে একইসঙ্গে লেবাননের মানবিক সংকট নিয়ে গভীর উদ্বেগও প্রকাশ করেছেন তিনি। তার মতে, লেবাননের জনগণ শান্তি চায়, এবং ইসরায়েলেরও স্পষ্ট ও বৈধ স্বার্থ রয়েছে যে সংঘাত দ্রুত শেষ হোক।
ব্লিঙ্কেন বলেন, আমরা বিশ্বাস করি, সংঘাত বন্ধের সবচেয়ে কার্যকর উপায় হলো একটি কূটনৈতিক সমঝোতা। এ বিষয়টি নিয়ে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।
এছাড়াও, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ ইসরায়েলের কাছে সরাসরি জানানো হয়েছে বলেও ব্লিঙ্কেন উল্লেখ করেন। চলমান সংকট নিরসনে এটা একটি সমন্বিত প্রচেষ্টার অংশ।
বিডিপ্রতিদিন/কবিরুল