ইউরোপের দেশ গ্রিসের উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের একটি নৌকা ডুবে দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হেলেনিক কোস্টগার্ড কর্তৃপক্ষ।
বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার রাতে এজিয়ান সাগরের গ্রিক দ্বীপ কসের কাছে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে চারজন মারা গেছেন। এদের মধ্যে দু’জন শিশুও রয়েছে।
কোস্টগার্ডের একজন মুখপাত্র জানিয়েছেন, মারা যাওয়া অপর দু’জন নারী।
নৌকাডুবির ঘটনায় মোট ২৭ জনকে জীবিত উদ্ধার করেছেন উপকূলরক্ষীরা। তাদের মধ্যে একজনকে সন্দেহভাজন মানবপাচারকারী হিসেবে আটক করা হয়েছে। সূত্র: দ্য গার্ডিয়ান, এএফপি
বিডি প্রতিদিন/একেএ