ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) বা সিপিআই (এম)-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি মারা গেছেন। নয়াদিল্লির অল ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এআইআইএমএস) চিকিৎসাধীন অবস্থায় গতকাল তার মৃত্যু হয়। ১৯ আগস্ট ফুসফুসে সংক্রমণ এবং জ্বর নিয়ে দিল্লির এইমসে ভর্তি করা হয় প্রবীণ রাজনীতিবিদকে। প্রথম থেকেই আইসিইউতে রাখা হয়েছিল তাকে। সোমবার থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। প্রায় ৫০ বছর আগে জওহরলাল নেহর" বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার মধ্যদিয়ে সীতারাম ইয়েচুরির রাজনৈতিক জীবনের সূচনা ঘটে। ২০১৫ সালে তিনি সিপিআই (এম)-এর প্রধানের দায়িত্বে আসেন।
তার নেতৃত্বের সময়ে সিপিআই (এম) প্রথমবারের মতো গত বছর কংগ্রেসসহ অন্যান্য দলের সঙ্গে মিলে নির্বাচনপূর্ব জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনকুসিভ অ্যালায়েন্স (ইন্ডিয়া) জোট গঠন করে। বর্ষীয়ান নেতার প্রয়াণে শোকপ্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরও শোকপ্রকাশ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ‘সীতারামজি বন্ধু ছিলেন। তার সঙ্গে দীর্ঘ আলোচনার কথা খুব মনে পড়বে।’