রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ক্রিমিয়ার তেলের ভান্ডারে এবার হামলা চালাল ইউক্রেন। এমনই দাবি কিয়েভের। ২০১৪ সালে ক্রিমিয়া দখল করেছিল মস্কো। সেখান থেকেই যুদ্ধ ক্ষেত্রে রাশিয়াকে তেল সরবরাহ করা হতো। সেখানেই হামলা চালিয়ে পুতিনকে বড়সড় অস্বস্তিতে ফেলল ইউক্রেন।
ইউক্রেনের দাবি, রুশ সেনাবাহিনীকে এই ক্ষেত্র থেকে জ্বালানি সরবারহ করা হতো। রুশ বাহিনীর মজুত তেলের বড় অংশই নষ্ট হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কিছু বলেনি। তবে তারা জানিয়েছে, গুলি করে ১২টি ইউক্রেনীয় ড্রোন নামিয়েছে রুশ সেনারা। সব মিলিয়ে ২১টি ড্রোন পাঠিয়েছিল কিয়েভ।
গত দুই বছর বিরামহীন যুদ্ধ চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি প্রথমবার ইউক্রেনের আকাশে দেখা মেলে রুশ রণতরির। সেই শুরু। হামলা ও পাল্টা হামলায় হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে দুই দেশে। চলতি বছরের শুরুতে রাশিয়ার হামলা রুখতে রাশিয়ার মাটিতেই জোরালো হামলার নীতি নেয় ইউক্রেন। চলছে রাশিয়ার দখলে যাওয়া একাধিক অঞ্চল ফের নিজেদের দখলে আনার। সেপ্টেম্বরের শুরুতে রাশিয়ার মস্কোসহ একাধিক শহর লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেন।