নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান (৪০) নামে এক সাংবাদিককে প্রথমে গুলি তারপর কাঠ ও হ্যামার দিয়ে পেটানো হয়েছে। গতকাল দুপুরে শহরের শ্রীরামপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সাংবাদিক মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি। তিনি রায়পুরা রিপোর্টার্স ক্লাবেরও সভাপতি। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। আহত সাংবাদিক মনিরুজ্জামান মনির বলেন, আমি দেশসেবার কাজ করি। সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে রায়পুরা উপজেলাবাসীর ক্ষতি করে যাচ্ছে। তাদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত ছিল। এ জন্য তারা আমার ওপর হামলা করেছে। আমি রায়পুরাবাসীকে সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানাই।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, সাংবাদিকের হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকূলে না থাকায় ঢাকায় পাঠিয়েছি। এ ঘটনায় নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাব, রায়পুরা সাংবাদিক ফোরাম, রায়পুরা প্রেস ক্লাবসহ নরসিংদী জেলা ও উপজেলার সাংবাদিক সংগঠনসহ নেতারা তীব্র নিন্দা জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান। স্থানীয়রা জানান, গতকাল দুপুরে মনির শ্রীরামপুর বাজার থেকে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা পরিষদে ফিরছিলেন। এ সময় শ্রীরামপুর বাজারের পাশেই আগে থেকে ওৎপেতে থাকা সন্ত্রাসীরা তার ওপর হামলা করে। এ সময় সাংবাদিক মনির আত্মরক্ষায় একটি দোকানে ঢুকে গেলে সেখান থেকে বের করে বাইরে এনে হ্যামার ও কাঠ দিয়ে পিটিয়ে ও পায়ে-হাতে কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এ ব্যাপারে সার্বিক সহযোগিতা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। তারা হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরের খোঁজখবর নেন ও রায়পুরা শহরে নিরাপত্তা জোরদার করেন।