চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)-এর কোতোয়ালি থানা ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শুক্রবার রাতে মামলাটি করেন থানার ওসি (তদন্ত) রিপন কুমার দাশ।
কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়দুল হক বলেন, থানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় অজ্ঞাতনামা ৪০ হাজার জনের বিরুদ্ধে মামলা করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোড আইনের বিধি ধারায় বিস্ফোরক আইনের ১৯০৮-এর ৩/৬ ধারা ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ১৫ (৩) ২৫ ডি ধারায় মামলা করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুষ্কৃতকারীরা থানায় হামলা চালায়। তারা অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে ৮ কোটি ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।