বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নির্দেশনায় সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনী গতকাল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। আইএসপিআর জানায়, অভিযানে ২টি পিস্তল, ২০ রাউন্ড গুলি, ৬টি চাইনিজ কুড়াল, ৩৯টি ছুরি, ১৬টি রামদা, ৮টি চাপাতি, ১২ প্যাকেট স্পিøন্টার, ৫৩টি পেট্রলবোমা ও ৫০টি হেলমেট উদ্ধার করা হয়েছে। এ ছাড়া শীর্ষ মাদক ব্যবসায়ী পিচ্চি রাজাসহ ৩১ জন দুর্বৃত্ত ও তিনজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। পিচ্চি রাজা ও তার অনুসারীরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছেন বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রয়েছে। গত ৫ আগস্ট থানা ও পুলিশের কাছ থেকে লুট করা অস্ত্র দিয়ে জেনেভা ক্যাম্পে প্রায়ই গোলাগুলির ঘটনা ঘটছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। গতকাল দুপুরে র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম জানান, গতকাল ভোরে জেনেভা ক্যাম্পের এ অভিযানে র্যাব-২ ও যৌথ বাহিনী ছিল। এ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক জব্দ করা হয়। এদিকে রাজধানীর ধানমন্ডিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম রায়হানুল ইসলাম খান। গতকাল দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, শনিবার গোপন সংবাদের মাধ্যমে জানা যায়- ধানমন্ডির ৪ নম্বর রোডের ১৮ নম্বর বাসার সামনে এক ব্যক্তি ইয়াবাসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৯টায় সেখানে অভিযান চালিয়ে ইয়াবাসহ রায়হানুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার পিঠে ঝোলানো কালো রঙের একটি ব্যাগের ভিতর থেকে ৫ হাজার ৫০০ পিস ইয়াবা জব্দ করা হয়।