রাজশাহী মহানগরীর রাস্তার দুই পাশে বেড়ে ওঠা ছাতিম গাছগুলোয় ফুল ধরেছে। প্রকৃতিতে বয়ে বেড়ানো হালকা বাতাসের সঙ্গে ভেসে আসে বুনোফুল ছাতিমের মিষ্টি ঘ্রাণ। সূর্য যখন ক্লান্ত বেলায় তখন মায়াবী এ ঘ্রাণ ছড়াতে শুরু করে। আরও বাড়ে রাতে।
নগরীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান চত্বর থেকে শুরু হয়ে গ্রেটার রোডের পুরো ফুটপাতেই ছাতিম ফুলের গাছ। আশপাশ এলাকায় বাতাস ছাতিম ফুলের ঘ্রাণে আমোদিত। এ সুবাসে মুগ্ধ হয় পথচারী। সাদা সাদা ফুলে ঢেকে থাকে পুরো গাছ। বিশেষ করে সন্ধ্যায় শুরু হয়ে রাতের পুরো সময়টায় ছাতিম ফুল ঘ্রাণ ছড়ায়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা যেন হয়ে পড়ে মাদকতাময়। চাঁদের আলোয় দেখা যায় সারা গাছে ছেয়ে থাকা গুচ্ছ গুচ্ছ সাদা ফুল।
রাজশাহী সিটি কপোরেশনসূত্রে জানা যায়, ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত সবুজের মহানগরীতে পরিণত করাসহ দীর্ঘমেয়াদি বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়। পরিবেশ সুরক্ষা, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব ঠেকাতে এবং শহরের রাস্তা ও ফুটপাত বাদে ফাঁকা জায়গাগুলো সবুজ গাছে ঢেকে দিতে ‘জিরো সয়েল’ প্রকল্প গ্রহণ করে কর্তৃপক্ষ। প্রকল্পটি বাস্তবায়নের ফলে সবুজ ও বিচিত্র ফুলের সমাহারে নতুন রূপ পেয়েছে নগরী। নগরীকে সবুজের সঙ্গে সুবাসিত করতে বিভিন্ন রাস্তার ফুটপাতে ছাতিম ফুলের গাছ রোপণ করা হয়।
অনেককে দেখা গেল সারি সারি ছাতিম গাছের সঙ্গে সেলফিতে নিজেদের ধরে রাখছেন মোবাইল ক্যামেরায়। ইসমত আরা এসেছেন ঢাকা থেকে। তিনি জানান, রাজশাহী শহরের রূপ দেখে তিনি মুগ্ধ। চারদিকে সবুজ আর সবুজ। সবুজের ভিতর ফুটে আছে হরেকরকম ফুল। এভাবে ছাতিম ফুটতে আগে কখনো দেখেননি। ফোনে ধরে রাখা ছবি দেখিয়ে তিনি বলেন, ‘রাজশাহী আর ছাতিমের স্মৃতি ধরে রাখলাম।’