বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি বাতিলের কথা জানান।
মৎস্যজীবী দলের কমিটি বাতিলের পাশাপাশি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেসকাত হোসেন তনয় এবং সহ-সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের সব সাংগঠনিক পদ স্থগিত করা কথা জানান রিজভী।
জানা গেছে, ঢাকা কলেজের এক শিক্ষকের সঙ্গে ছাত্রদলের চার নেতার কথা কাটাকাটির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের দুই নেতাকে সরাসরি সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। আর কেন্দ্রীয় কমিটির এই দুই নেতার পদ স্থগিত করা হয়েছে।
সংগঠন থেকে বহিষ্কার করা ঢাকা কলেজ ছাত্রদলের দুই নেতা হলেন– সহ-সভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাজ্জাদ হোসেন জেমিন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন