বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক, কবি ও কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব আব্দুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়। এর আগে এক প্রজ্ঞাপনে বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক পদে আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।
শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এরপর থেকে রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষপদে রদবদল আনা হচ্ছে। তারই অংশ হিসেবে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের শীর্ষ পদে পরিবর্তন এলো।
বিডিপ্রতিদিন/কবিরুল